Friday, December 5, 2025

মোরেলগঞ্জ বহরবুনিয়ায় সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুরের গণসংযোগ

এইচ.এম.শহিদুল ইসলাম,মোরেলগঞ্জ (বার্গেহাট) প্রতিনিধি ॥
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোস্তাফিজুর রহমান তালুকদার ব্যাপক গণসংযোগ শেষে ঘষিয়াখালী বাজার আওয়ামীলীগ কার্যালয় আলোচনা সভা করেছেন। সভার শুরুতে তিনি ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলহাতা বাজারের ব্যবসায়ী ও জনসাধারনের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি ১০ কিমি.মোটর শোভাযাত্রা নিয়ে ইউনিয়নের ঘষিয়াখালী বাজারেও ব্যবসায়ী,জসসাধারন ও আওয়ামীলীগ নেতৃবন্দে সাথে মতবিনিময় করেন ও একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগ নেতা, বহরবুনিয়া মা-বাবার ঋণ কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত জনপথ বহরবুনিয়া ইউনিয়ন। এ ইউনিয়নে এক ইঞ্চিও রাস্তা পিচ ঢালাই নেই। অত্র ইউনিয়নের অসমাপ্ত কাজ করার জন্য তিনি সকলের সহযোগীতা ও দোয়া চেয়েছেন। আসন্ন নির্বাচনে সকল ভয়ভীতি ও পেশি শক্তি উপেক্ষা করে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর