বেনাপোল (যশোর) প্রতিনিধি:যশোরের শার্শায় ২৮৪ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজাসহ মোহাম্মাদ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে তাকে শিকারপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মাদ আলী বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের হান্নান মিয়ার ছেলে।যশোর-৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার শিকারপুর সীমান্তের নারকেল পাড়া গ্রাম থেকে ২৮৪ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মোহাম্মাদ আলীর নামে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মাদক ব্যবসায়ীকে যশোর আদালতে পাঠানো হবে।







