যশোরের বেনাপোল ছোট আচড়া এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি কে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নাজমুল হাসান অপু ছোট আচড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
বৃহস্প্রতিবার (৪ই মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই মফিজুর রহমান চৌধুরী সংগীয় ফোর্স এর একটি আভিযানিক দল এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করে আসামি কে গ্রেপ্তার করা হয়। সে যাবজ্জীবন কারাদন্ড ও দশহাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে সাজা প্রাপ্ত আসামী।গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলো।পরবর্তীতে আসামীকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাতদিন সংবাদ







