Saturday, December 6, 2025

চৌগাছা হাপাতালের পাশ থেকে মোটর সাইকেল চুরি

শ্যামল দত্ত, চৗেগাছা(যশোর) প্রতনিধি: যশোরের চৌগাছা সরকারি হাপাতালের পাশ থেকে একটি নিল রঙের এ্যাপাসি মোটর সাইকেল চুরি যাওয়ার খবর পাওয়া গেছে।বুধবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকেদিকে মোটর সাইকেলটি চুরি যায়।

চুরি হওয়া মোটরসাইকেলের মালিক এ্যাড.সিরাজুল ইসলাম সাগর (৩৮)।চৌগাছা সরকারি হাসপাতালের পাশে সেলুনের দোকানে চুল কাটাছিলেন।পরে ফিরে এসে যথাস্থানে পাননি।আশেপাশে খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ধারণা করেন মোটর সাইকেলটি চুরি হয়েছে। চুরি হওয়া নিল রঙের এ্যাপাসি ১৬০ সি সি মোটর সাইকেলটি যার রেজিস্ট্রেশন নম্বর (যশোর ল-১২-৯৫৯৯ )। মোটরসাইকেলের সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছেন এ্যাড.সিরাজুল ইসলাম।মোটর সাইকেলটির সন্ধান পেলে তিনি চৌগাছা থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। এ বিষয় চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই আশিকুর রহমান কাছে জানতে চাইলে তিনি মটোর সাইকেল চুরি হয়েছে সত্যতা স্কীকার করেন।

 

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর