Friday, December 5, 2025

চুয়াডাঙ্গায় নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল চালকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত হয়েছেন। বুধবার ভোরে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টর চালক রাশিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার উজিরপুর মাঠপাড়ার মৃত মাদার আলীর ছেলে।আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, ভোরে আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের পুকুর থেকে ট্রাক্টরে মাটি বোঝাই করে মুন্সিগঞ্জের একটি ইটভাটায় নিয়ে আসছিলেন রাশিদুল। এ সময় মুন্সিগঞ্জ পশুহাটের কাছে পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।  এতে চালক রাশিদুল ছিটকে ওই ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।  খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।ওসি আরো বলেন,  ট্রাক্টর চালানোর সময় ঘুমিয়ে পড়ায় ওই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর নিহত ট্রাক্টর চালক রাশিদুলের মরদেহ মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে সকালেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর