Friday, December 5, 2025

যশোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে সোমবার ১ মার্চ সকালে ডেকে ঘরের মধ্যে নিয়ে তৃতীয় শ্রেনীতে (১০) অধ্যায়নরত এক শিশু বালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে, যশোরের মণিরামপুর উপজেলার সুন্দলপুর পেয়ারাতলা বর্তমানে যশোর সদর উপজেলার রামনগর পুকুরকুল লিপির বাড়ির ভাড়াটিয়া মৃত আনছার আলীর ছেলে নূর ইসলাম।শিশুটিরর বাবা সোমবার ১মার্চ কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি বলেন, তার শিশু মেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে লেখাপড়া করে। গত ১ মার্চ শিশু বালিকা অন্যান্য শিশুদের সাথে রামনগর পুকুরকুলস্থ ফাঁকা মাঠে খেলা করার সময় বেলা ১১ টায় উক্ত লম্পট নূর ইসলাম শিশু বালিকাকে চকলেট ও বিস্কুট দেওয়ার প্রলোভন দিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। শিশুটিকে ঘরের খাটের উপর বসায়। পরে শিশুটি শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ঘষাঘষি করতে থাকে। শিশুটি ডাক চিৎকার দিলে নূর ইসলাম শিশুটিকে ফেলে দ্রুত ছেড়ে দেয়। শিশুটি কান্না করতে করতে বাড়িতে এসে তার মাকে জানায়। স্থানীয় লোকজন জানার পর কোতয়ালি মডেল থানায় মামলা করেন। শিশুটির ২২ ধারার জবানবন্দি মঙ্গলবার দুপুরে আদালতে সম্পন্ন হয়েছে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর