যশোরে চাঁদা আদায় কালে চাঁদা আদায়ের টাকা সহ ২ চাঁদাবাজ ও মাদক সহ এক মাদক কারবারিকে আটক করেছে৷ মঙ্গলবার সকালে ইজিবাইক চালকদের নিকট থেকে চাঁদা আদায় কালে দুই চাঁদাবাজকে আটক করে ডিবি পুলিশ৷
সোমবার সন্ধার দিকে,ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকা থেকে ১শ পিচ ইয়াবা সহ এক মাদক সহ আটক করা হয়৷ আটক আসামীরা হলো সদর উপজেলার জগমহনপুর গ্রামের নিজাম উদ্দিন মোল্যার ছেলে সোলায়মান বাদশা(৩২) ও কায়েত খালি গ্রামের মৃৃৃৃত হাবিবুর রহমানের ছেলে মারুফ হোসেন (৩৫) এবং শার্শা উপজেলার যাদবপুর মোড় দক্ষিন বুরুজ বাগান খালেক ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া
মৃত মুনসুর আলী ও মৃত রহিমা আক্তারের ছেলেরুহুল কুদ্দুস মিন্টু (৫১) কে আটক করেছে ডিবি পুলিশ৷ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান, পৃৃৃৃথক অভিযান পরিচালনা করে সদর উপজেলার জগমোহনপুর জগীপাড়ার মোড়ে সিদ্দিক ফিলিং ষ্টেশনের সামনে থেকে চাঁদা আদায় কালে দুই চাঁদা বাজকে আটক করা হয়৷ অপর দিকে,ঝিকরগাছা উপজেলার নাভারন গ্রাম থেকে ১শ পিচ ইয়াবা সহ আটক করা হয়৷ পৃৃৃৃথক দুটি ঘটনায় কোতয়ালী থানায় ও ঝিকরগাছা থানায় দুটি মামলা হয়েছে৷
রাতদিন সংবাদ







