Friday, December 5, 2025

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ফাতেমা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মাহবুবের স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলে বাগেরহাটে যাচ্ছিলেন মাহবুব। শ্রীঘাট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় মাহবুব ও তার স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। ঘটনাস্থলেই ফাতেমা বেগম মারা যান। আহত মাহবুবকে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর