Saturday, December 6, 2025

যশোরে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাদাবী, তদন্তে সিআইডি

যশোরে এক ঘের ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা চাঁদাদাবি ও টাকা না পেয়ে হত্যার হুমকির অভিযোগে আদালতে মামলা হয়েছে। লন্ডন ফেরত এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে এ ধরণের কান্ড ঘটিয়েছে যশোর সদর উপজেলার মালিডাঙ্গা গ্রামের বিপুল মল্লিক ও সম্ভুনাথ মল্লিক সহ অজ্ঞাত আরো চারপাঁচজন। তাদেরকে এ মামলার আসামি করা হয়েছে। মামলাটি করেছেন একই গ্রামের কাজী মশিউর রহমানের ছেলে কাজী নাইমুর রহমান। বিষয়টি আমলে নিয়ে গত ১৬ ফেব্রুয়ারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মামলায় বাদী উল্লেখ করেন, পাঁচ বছর তিনি ভারতে ছিলেন ও দুই বছর লন্ডন থেকে দেশে এসে মালিডাঙ্গা দেয়াপাড়া গ্রামে ৫ একর জমির উপর ঘেরের ব্যবসা ও হাস মুরগীর খামার পরিচালনার কাজ শুরু করেন। ২০২০ সালের মে মাসে আসামি বিপুল মল্লিক ও সম্ভুনাথ মল্লিক বাদীর ব্যবসায় নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাদী বাধ্য হয়ে বাদী ওই বছরের ৯ মে ও ১২ জুলাই দুটি জিডি করেন। কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেন। এরপর থেকে বিপুল নানা ধরণের ষড়যন্ত্র শুরু করে। ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারী বিপুল সহ আরো চারপাঁচজন মিলে বাদীর ঘেরে যায়। এসময় বিপুল নাইমুরের মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা চাঁদাদাবী করে। তাৎক্ষনিক পুরো টাকা দিতে না পারায় বিপুল ১০ হাজার টাকা নেয় একই সাথে নাইমুরকে মারপিট করে ১০ দিনের মধ্যে দুই লাখ ৯০ হাজার টাকা দিতে বলে। অন্যথায় হত্যার হুমকি দেয়া হয়। বর্তমানে নাইমুর সহ তার পরিবার ব্যাপন নিরাপত্তাহীনতায় ভূগছে। বাধ্য হয়ে আদালতে এ মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর