Friday, December 5, 2025

বাগেরহাট জেলা পরিষদ সদস্য কে এম নাছির খান আর নেই

এইচ,এম,শহিদুল ইসলাম,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:বাগেরহাট জেলা পরিষদ সদস্য মোরেলগঞ্জের বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কে এম নাছির খান আর নেই। শনিবার বেলা ৭টার দিকে দোনা গ্রামের নিজ বাড়িতে ষ্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। নাছির খান স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।
বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী গ্রামের মরহুম মাষ্টার আজাহার আলী খানের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাছির খান ২০১৭ সালে মোরেলগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন মিলিয়ে বাগেরহাট জেলা পরিষদের ১৩ নং আসনের সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী শিউলী পারভিন ৬৯ নং এসজিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বড় ছেলে শুভ খান জাপানে প্রবাসী। ছোট ছেলে শৌরভ বাড়িতে।
নাছির খানের মৃত্যুর বিষয়ে তার স্ত্রী শিউলী পারভিন জানান, রাত ১০টার পরে আলাদা কক্ষে সে ঘুমিয়ে পড়ে। সকাল ৭টার দিকে ডাক দিয়ে সাড়া পাইনি। এরপর হাসপাতালের ডাক্তার কামাল হোসেন মুফতিকে বাড়িতে আনা হলে তিনি দেখে মৃত ঘোষণা করেন। ঘুমন্ত অবস্থায় নাছির খান ষ্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলে দাবি তার স্ত্রীর।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর