খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মিরাজ ও মো. ফাহাদ। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আফিলগেট থেকে রূপসা সেতুগামী একটি ট্রাক আড়ংঘাটা এলাকায় একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ট্রাকটিকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা প্রতিনিধি







