মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে একশ’ গ্রাম গাঁজাসহ প্রকাশ বাগচী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাহাদুরপুর গ্রামের প্রফুল্ল বাগচীর ছেলে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।নেহালপুর পুলিশ ফাঁড়ির আইসি আতিকুর ইসলাম জানান, তারা গোপনে জানতে পারেন ওই গ্রামের প্রকাশ বাগচী বাড়ির সামনে একটি রাস্তায় দাঁড়িয়ে গাঁজা বিক্রি করছেন। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রকাশকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।







