শ্যামল দত্ত(যশোর)চৌগাছাপ্রতিনিধিঃ দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ দলিত বষ্ণিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন উপজেলা শাখা ও অশ্রুমোচন মহিলা শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে নাগরিক উদ্যোগ ও ব্রেড ফর দ্যা ওয়ার্ড জার্মানীর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ দলিত বষ্ণিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন উপজেলা কমিটির সভাপতি প্রকাশ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বহিী অফিসার প্রকৌশলী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অফিসার মেহেদী হাসান, সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান তোতা মিয়া, উপজেলা জনস্বাস্থ্য অফিসার ইকরামুল হক, উপজেলা মহিলা বিষয় কর্মকতা উম্মে ছালমা আক্তার, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গির কবির, জেলা কমিটির সাধারণ সম্পাদক রমানাথ শীল। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন বাংংলাদেশ দলিত বষ্ণিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন উপজেলা শাখার উপদেষ্ঠা সাবাদিক শ্যামল দত্ত, আদীবাসী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লালু সরদার, সমুন দাস, সষ্ণয় সরদার, বাংংলাদেশ দলিত বষ্ণিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন উপজেলা শাখা মহিলা সম্পাদিকা দিপিকা দাস, অশ্রুমোচন সংস্থার ফিল্ড কো- অর্ডিনেটর রিংকিং বাড়ৈ, অশ্রুমোচন সংস্থার প্রগ্রামার অফিসার নাসির উদ্দিন, বাংলাদেশ দলিত বষ্ণিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন উপজেলা শাখা যুগ্ন সম্পাদক সাধন দাস প্রমখ। মতবিনিময় সভা সভায় চৌগাছা উপজেলা শাখার সভাপতি বলেন, সূখপুকুরিয়া ইউনিয়ন ঋিষি পাড়ার কাচা রাস্তা, মুক্তদাহ ঋিষি পাড়া কাচা রাস্তা পাকা করার দাবি করেন। বিভিন্ন ইউনিয়ন ঋিষি পাড়া গরিব অসহায় ঋিষি ও দলিত জনগোষ্ঠীর,আদীবাসী জমি আছে ঘর নেই সরকার প্রদত্ত প্রকল্পে হতদরিদ্র শ্রেণীদের ঘর পেতে পারে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য অনুরোধ করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বহিী অফিসার প্রকৌশলী এনামুল হক বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।







