Monday, April 28, 2025

চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নসিমন উল্টে, অপরজন দেয়ালচাপা পড়ে নিহত হন।

বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার বেগমপুর ও খেজুরতলা চাঁদপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- দর্শনা পৌর এলাকার আজিমপুরের আব্দুর রশিদের ছেলে ফরিদ হোসেন ও খেজুরতলা চাঁদপুরের কুয়েত প্রবাসী ফারুক হোসেনের ছেলে শিলন আলী।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নসিমনে চড়ে চুয়াডাঙ্গা থেকে দর্শনা যাচ্ছিলেন ফরিদ। বেগমপুর পুলিশ ফাঁড়ির সামনে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে নিহত হন ফরিদ। একই ঘটনায় নসিমন চালক শরিফুল ইসলাম আহত হয়েছেন।অপরদিকে, একই উপজেলার খেজুরতলা চাঁদপুরের মসজিদপাড়ায় রান্নাঘরের দেয়ালচাপা পড়ে নিহত হয়েছে শিশু শিলন আলী।নিহতের মা শিলা খাতুন জানান, দুপুরে রান্নাঘরের পাশে খেলছিল শিলন। ওই সময় রান্নাঘরের মাটির দেয়াল ধসে পড়লে সে দেয়ালের নিচে চাপা পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনলাইন  েডস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর