Friday, December 5, 2025

নৌকার বিজয় হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে: কেশবপুরে মোজাম্মেল হক

জাকির হোসেন,কেশবপুর প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামীলীগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক বলেন জননেত্রী শেখ হাসিনাই পারে দেশের মানুষের মুখে হাসি ফুটাতে।আর শেখ হাসিনার প্রতীক হলো নৌকা প্রতীক। নৌকার বিজয় হলেই শেখ হাসিনা বিজয় হবে। আধুনিক পৌরসভা গড়তে নৌকার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নৌকার প্রতিকের প্রার্থীকে ২৪ফেব্রুয়ারী বিজয়ী করে ঘরে ফিরতে হবে ২৪ফেব্রুয়ারী বিকেলে কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠ চত্তরে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী রফিকুল ইসলাম মোড়লের বিজয়ের লক্ষে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চলনায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ন সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কেশবপুর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল, যশোর পৌর আওয়ামীলীগের সভাপতি মহিত নাথ, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র মাহমুদুল হাসান ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এইচ.এম আমীর হোসেন, সাবেক পিপি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক এ্যাড. মিলন মিত্র, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা কৃষকলীগের সভাপতি নাহিদ হাসান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবু সাঈদ লাভলু ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমূখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর