Friday, December 5, 2025

যশোর-খুলনার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে

কোটচাঁদপু্র (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করলে রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এর পর প্রায় ছয় ঘণ্টা যশোর ও খুলনার সাথে সারা দেশের ট্রেঞ্চলাচল বন্ধ ছিলো। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
কোটচাঁদপুর রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। যার কারণে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে লাইনচ্যুত বগি উদ্ধার করলে দীর্ঘ ছয় ঘণ্টা পর রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর