Friday, December 5, 2025

কাভার্ডভ্যানের ধাক্কায় সড়কে লাশ হলেন মোটরসাইকেল আরোহী

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সানি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অভিযুক্ত কাভার্ডভ্যানসহ চালক ইউনুচ মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া সিংবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সানি খুলনার সোনাডাঙ্গার আ. মান্নান রানার ছেলে। সানি শরণখোলার উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে নানা মান্নান তালুকদারের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। তিনি এ বছর রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করেছেন।পরিবার সূত্রে জানা যায়, সানি দুপুরে মোটরসাইকেলে পহলান বাড়িতে যাচ্ছিলেন। সিংবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। চালক ইউনুচ মিয়া বাগেরহাট সদরের হাবিব মিয়ার ছেলে। নিহতর পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর