জনপ্রিয় সংগীতশিল্পী অভিনেতা ও মডেল তাহসান বেনাপোলে কনসার্টে গান গেয়ে শ্রোতা মাতালেন ৷ শনিবার ২০ ফেব্রুয়ারি বিকাল ৫টার সময় বেনাপোল রহমান চেম্বার ও দি সানরুপ আয়োজনে বেনাপোল সুবিশাল মার্কেট রহমান চেম্বারের টপ ফ্লোরে প্রথমেই দোয়া অনুষ্ঠান, বিশিষ্ট ব্যবসায়ী ,সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা মরহুম হাজ্বী মশিউর রহমানের স্বরনে
১মিঃ নিরবতা পালন শেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয় ৷পরে তাহসান মঞ্চে একে একে পরিবেশন করেন ‘সামনে তুমি দাঁড়িয়ে’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কেন অবেলায় পেলাম তোমায়’, ‘বিন্দু’, ‘প্রেম তুমি’, ‘আলো আলো’ গানগুলো শুনিয়ে বেনাপোলে দর্শক মাতালেন এই গুণী শিল্পী ও অভিনেতা৷তাহসানের সাথে আরেক অভিনেতা শামীম হাসান সরকারও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন ৷এর আগে রহমান চেম্বার এর বর্ষপূর্তি উপলক্ষে শিল্পী তাহসানকে দিয়ে কেক কেটে ও রহমান চেম্বারের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সম্মাননা উত্তরণ পরিয়ে দিনটি উযযাপন করা হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, রহমান চেম্বারের স্বত্বাধিকারী ও পরিচালনাকারী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সেতু সাহিদা রহমান, বিশিষ্ট সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী সাইদুর রহমান বকুল ও মোখলেছুর রহমান মুকুল, বাইতুস এর স্বত্বাধিকারী বিপ্লবুর রহমান বিপ্লব সহ রহমান চেম্বারের পরিবারবর্গ ৷এই প্রথম বেনাপোলে কোন ইনডোর অনুষ্ঠানের আয়োজন সফল হয়েছে। পুরো অনুষ্ঠান ঘিরে কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল ব্যাপক আলোচনা।সাপ্তাহিক ছুটির দিনে কনসার্ট দেখতে বেনাপোল সহ অন্যান্য এলাকা থেকে দর্শকরা সন্ধ্যা নামার আগেই রহমান চেম্বারে অবস্থিত দি সানরুপ রেষ্টুরেন্টে আসতে শুরু করেন। মার্কেট জুড়ে লাগানো হয়েছিল তাহসানের পোস্টার, সঙ্গে ছিল বিশাল আকারের ফটোসেশন গ্যালারি। তরুণীদের বিশেষ আকর্ষণ ছিলেন তাহসান। অনুষ্ঠানের আয়োজক রহমান চেম্বারের স্বত্বাধিকারী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সেতু সাহিদা রহমান বলেন‘ বেনাপোল বাসীসহ সবার সহযোগিতার কারণে এই অনুষ্ঠান সফল হয়েছে। বিশেষ করে স্বেচ্ছাসেবকদের কঠোর পরিশ্রমে এই অনুষ্ঠান সার্থক হয়েছে।
বিশেষ প্রতিনিধি







