Friday, December 5, 2025

ঝিকরগাছায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরের ঝিকরগাছায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। রবিবার একুশের প্রথম প্রহরে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন য‌শোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আস‌নের মাননীয় সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা মেজর জেনা‌রেল (অবঃ) অধ্যাপক ডাঃ না‌সির উ‌দ্দিন। উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মোঃ সে‌লিম রেজা, থানার অ‌ফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক ইমরান রশিদ সহ উপ‌জেলা প্রশাস‌নের বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাগণ, উপ‌জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, বীর মু‌ক্তি‌যোদ্ধাগন,‌ পৌর প‌রিষদ এবং বি‌ভিন্ন সামা‌জিক সাংষ্কৃ‌তিক সংগঠন। ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের দ্বিতীয় পর্যায়ে সকাল সাড়ে ১০টায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাস, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আহসান উদ্দিন, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বীর মুক্তিযোদ্ধা সন্তান নজরুল ইসলাম খোকন সহ আরো অনেকে।

আফজাল হোসেন চাঁদ 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর