Friday, December 5, 2025

খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

খুলনা প্রতিনিধি: খুলনায় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক আবু সালেহ হোসেন নিহত হয়েছেন। শনিবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সালেহ যশোরের চাউলিয়া গ্রামের বাসিন্দা।নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দীন চৌধুরী বলেন, খুলনা থেকে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস ও যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, ঘটনার পর বাস চালক পালিয়ে গেছেন। তবে বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর