Saturday, December 6, 2025

বেনাপোল থেকে তিন নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল থেকে ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ১৯ ফেব্রুয়ারী  রাত আড়াইটার  সময় বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচড়া গ্রাম থেকে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল। এসময়  নুর নাহার (৪০) এর পরিহিত বোরখার নিচে স্কচটেপ দিয়ে পেটের সাথে বিশেষ কায়দায় বাধা অবস্থায় ১৫ (পনের) বোতল, ২ নং আসামী মোছাঃ মালা (৩৫) এর পরিহিত বোরখার নিচে স্কচটেপ দিয়ে পেটের সাথে বিশেষ কায়দায় বাধা অবস্থায় ১৫ (পনের) বোতল এবং ৩ নং আসামী মোছাঃ স্বপ্না (৪০) এর পরিহিত বোরখার নিচে স্কচটেপ দিয়ে পেটের সাথে বিশেষ কায়দায় বাধা অবস্থায় ১৩ (তের) বোতল ফেন্সিডিল সর্বমোট ৪৩ (তেতাল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর