Friday, December 5, 2025

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে দল পেলেন মরিস

চেন্নাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলাম। সেখানে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দামে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ক্রিস মরিস।আইপিএলের চতুর্দশ আসরের নিলামে মরিসের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। সেখান থেকে শেষ পর্যন্ত ১৬ কোটি ২৫ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। এছাড়া ১৪.২৫ কোটিতে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। স্টিভ স্মিথকে ২ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। সাকিব আল হাসানকে আবারো কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে তার দাম উঠেছে ৩ কোটি ২০ লাখ রুপি। মুস্তাফিজুর রহমানকে ১ কোটি রুপিতে দলে টেনেছে রাজস্থান।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর