Friday, December 5, 2025

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

নড়াইল প্রতিনিধি : নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসি এবং জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিউর রহমান পেনাল কোডের ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে,  মো. মজিবুর রহমান সরকারের মেয়ে মর্জিনা বেগম বিথির সঙ্গে পিরোজপুরের তেজদাকাটি গ্রামের তোফায়েল উদ্দিন খানের ছেলে আসামি ফোরকান উদ্দিন সাকিল খানের বিয়ে হয়। মর্জিনার আগের ঘরের ৫ বছর বয়সী একটি ছেলে ছিল। ছেলেটিকে নিয়ে ফোরকান ও  মর্জিনা লোহাগড়ার গোপীনাথপুর গ্রামের খলির শেখের বাড়িতে ভাড়া থাকতেন। আসামী ফোরকান লক্ষীপাশার মিথুন হোটেলে বাবুর্চির কাজ করতেন।২০১৫ সালের ১১ অক্টোবর আসামি ও ভিকাটিম মর্জিনা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাড়ির মালিক খলির শেখ তার ভাড়া ঘরে মর্জিনাকে  রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। পরে মর্জিনার বাবা মজিবুর রহমান পুলিশের কাছ থেকে লাশ বুঝে নিয়ে লক্ষীপাশা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করেন। মর্জিনার ছেলে মোস্তাফিজুর পুলিশকে জানায়, ফোরকান তার মাকে বটি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মামলার অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে প্রেরণ করা হয়। সিআইডি আসামী ফোরকানকে গ্রেফতার করে এবং আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। বিজ্ঞ বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে এ সাজা প্রদান  করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর