Friday, December 5, 2025

লোহাগড়ায় পল্লী বিদ্যুতের কাটা তারসহ আটক ৪ 

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় পল্লী বিদ্যুতের বিপুল পরিমান কাটা তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৪ জন চোরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৬ ফেব্রয়ারি) দুপুরে লোহাগড়া থানার এসআই বাচ্চু শেখের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার গন্ধবাড়িয়া এলাকার সোহাগের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান পল্লী বিদ্যুতের কাটা তার সহ ৩টি চাপাতি, ১টি শাবল ও ১টি বোল্ড কার্টার উদ্ধার করে। উদ্ধারকৃত তারের আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা। এ সময় তার কাটার কাজে জড়িত থাকার অভিযোগে এলামুল শেখ, মো: ইব্রাহিম মোল্যা, মো: জিল্লুর রহমান, মো: ইমন মোল্যাকে আটক করে। এ ঘটনায় লোহাগড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) মো: রুবেল হোসেন বাদী হয়ে ৪ জন সহ আরো অজ্ঞাত ৩/৪ জন কে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৪ জনকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর