সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার হবখালী ইউপির চর-সিঙ্গিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সাবু মোল্যা পার্শ্ববর্তী কোমখালী গ্রামের শফিয়ার মোল্যার ছেলে।নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাবু মোল্যা সিঙ্গিয়া বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে চরসিঙ্গিয়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় ওই যুবকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং সাবুকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, সাবুর মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।সাবু মোল্যার পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের বাদশা, ইকবাল, সোহেল, আলামিনসহ কয়েকজন দুর্বৃত্ত সাবুকে কুপিয়ে হত্যা করেছে।







