Friday, December 5, 2025

চৌগাছায় মহাসমারোহে সরস্বতী পূজা উদযাপন

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ চৌগাছায় যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সরস্বতী পূজা পালিত হয়েছে।

মঙ্গলবার রাধাগোবিন্দ মন্দির প্রঙ্গনে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুস্পার্য্য অর্পণ করেন শিক্ষার্থী ও ভক্তবিন্দরা। অজ্ঞতার অন্ধকার দুর করতে শিক্ষার্থী ও ভক্তবিন্দ বেবীকে পুস্পাঞ্জলী দেন।আয়োজন করেন শিক্ষাথী কৃষ্ণ কুমার,চৈতী সিংগ,অন্তর বিশ্বাস,অপুসেন,অন্তর বিশ্বাস, ,দেব্রত রায় উপস্থিত ভক্ত বিন্দ তুষার বিশ্বাস,সাধনা রাণী দত্ত ,তপতি ভট্টাচর্য্য প্রমুখ। পুজা ও অর্চণা শেষে ভক্তবিন্দর প্রসাদ বিতারণ করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর