বসন্তবরণ উৎসব উপলক্ষে যশোর শিল্পকলা একাডেমি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। সোমবার টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে বিকেল পাঁচ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল সাংস্কৃতিক সংগঠনের নির্বাচিত শিল্পীদের পাশাপাশি শিল্পকলার শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়। ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিলো পিছে! বসন্ত এসে গেছে’ এ প্রতিপাদ্যে বসন্ত উৎসব উদযাপন করে শিল্পকলা।
সমবেত সংগীত, একক ও দ্বৈত সংগীত, আবৃত্তি, সমবেত নৃত্যের মাধ্যমে বরণ করা হয় ঋতুরাজ বসন্তকে। সকল শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিকেল থেকে রাত অবধি চলা এ উৎসব। একক গান পরিবেশন করেন স্পন্দনের শরিফুল ইসলাম, সুরধুনীর দেবব্রত চক্রবর্তী, পুনশ্চের জাহাঙ্গীর হোসেন, তির্যকের অনামিকা রায়, স্বরলিপির সংগীতা দাস, কিংশুকের আনোয়ারুল করিম সোহেল প্রমুখ। এছাড়াও উদীচী, সুরধুনী, সুরবিতান, সুরনিকেতনের শিল্পীরা সমবেত গানের পাশাপাশি ভৈরব, চাঁদের হাট, সুরনিকেতন ও শেকড়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
রাতদিন ষংবাদ







