Friday, December 5, 2025

অভয়নগর মুক্তিযুদ্ধ মঞ্চের স্মারকলিপি পেশ

সৈয়দ রিপন,অভয়নগর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ যশোরের অভয়নগর উপজেলা শাখা তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষে স্মারকলিপি পেশ করেছে। বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মিনার ও শহীদ স্মৃতিস্তম্ভ সার্বক্ষণিক পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আবেদন করে স্মারকলিপি পেশ করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খান বরাবর পৃথক এ স্মারকিলিপি পেশ করা হয়।স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সাধারণ সম্পাদক মিলন কুমার মন্ডল, সহ-সভাপতি অভিক হালদার, সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক তারিম আহমেদ ইমন, রাসেল শেখ, আলাউদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক শাহীন শেখ প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপজেলাব্যাপী যে সকল প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, শহীদ মিনার ও শহীদ স্মৃতিস্তম্ভ আছে সেগুলো সার্বক্ষণিক পরিস্কার-পরিচ্ছন্ন না রাখলে ঐসকল প্রতিষ্ঠানের সামনে সচেতনতার জন্য মানববন্ধন করা হবে। দ্রুত সময়ের মধ্যে উল্লেখিত বিষয় বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর