শামিম হোসেন, কুয়াদা প্রতিনিধি: যশোর সদরের সতীঘাটায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্মিলিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সতীঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।
সভায় বক্তব্য রাখেন—জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন, জেলা বিএনপির সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ইসহাক, রামনগর ইউনিয়ন জামায়াতের আমির মুছহাক আলী, সম্পাদক নাজমুল ইসলাম, ইউনিয়ন মুজাহিদ কমিটির সম্পাদক শিক্ষক নুর ইসলাম, খানকায় ওয়াছিয়ার পীর সাহেব মাহমুদুল হাসান, সতীঘাটা ক্যাডেট মাদ্রাসার মুহতামিম অজিহুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার শাহাজান সিরাজ ও অবসরপ্রাপ্ত শিক্ষক তোরাব আলী।
এ ছাড়াও বক্তৃতা দেন সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান শামিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম রাজিব ও আলমগীর হোসেন আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন সরদার, সম্পাদক আলিমুজ্জামান ডালিম ও দেলোয়ার হোসেন হিমু।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই।







