বেনাপোল (যশোর)প্রতিনিধি : বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৩৫) নামে এক সিঅ্যান্ডএফ স্টাফ নিহত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর চারটায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মানিকগঞ্জে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যায়। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
লোকমান সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবি এন্টারপ্রাইজের স্টাফ ছিলেন। চাকুরির পাশাপাশি তিনি সংবাদপত্র ও সাংস্কৃতিক কর্মমাণ্ডের সাথে জড়িত ছিলেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি চেকপোস্ট কার্গো শাখার কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেনাপোল বন্দর সড়কে পথচারীকে বাঁচাতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ট্রাকের নিচে চলে যান। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন স্থানীয়রা। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আজ রোববার ভোরে মানিকগঞ্জে তিনি মারা যায়।
লোকমান হোসেনের অকাল মৃত্যুতে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বেনাপোলে দুর্ঘটনায় সিঅ্যান্ডএফ স্টাফ নিহত

আরো পড়ুন






