যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। পৌরসভার দশটি কেন্দ্রে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও রয়েছে চোখে পড়ার মতো।
চৌগাছা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০ জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপির দলীয় প্রার্থীসহ মেয়র পদে চারজন প্রার্থী রয়েছেন। নয়টি সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন এবং তিনটি নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন।
পৌরসভা সবুজকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল, সরকারি ডিগ্রি কলেজ, হাফিজিয়া মাদ্রাসা, মৃধাপাড়া মহিলা কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, সরকারি শাহাদৎ পাইলট বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ১০টার পর থেকে ভোটাদের উপস্থিতি ছিল সরগরম। তবে প্রথমবারের মত ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটাদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে।
হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রথম ভোট দেয়া কলেজ শিক্ষক এনামুল কাদির বলেন, ‘প্রথম আমি ইভিএমএ ভোট দিলাম। ভোট কেন্দ্রে সুন্দর পরিবেশ দেখে ভালো লেগেছে’।
ডিগ্রি কলেজ কেন্দ্রের ভোটার বাবলুর রহমান বলেন, ‘ভোটকক্ষে প্রবেশ করার সাথে সাথে হাতের আঙ্গুল মেশিনে রাখলাম। কিছুক্ষণ পর ভোটার তালিয়ায় আমার নাম আছে সেটা স্ক্রিনে ভেসে উঠল। এরপর গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম’।
সবুজকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা শিউলি বেগম, রেশমা খাতুন, রিতা রাণী জানান, ছোট এক মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন তারা। ব্যালট পেপারও ভাজ করা লাগলো না। টিপ দেয়ার সাথে সাথে ভোট হয়ে গেল। কোনো ঝামেলা নেই। ভোট কক্ষের পরিবেশও খুব ভালো।
নির্বাচন অফিস জানিয়েছে, চৌগাছা পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার দুশ’ ৪৮। এর মধ্যে পুরুষ আট হাজার পাঁচশ’ দু’জন ও নারী আট হাজার সাতশ’ ৪৬ জন। দশটি ভোট কেন্দ্রে দশজন প্রিজাইডিং অফিসার, ৫৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার, একশ’ ১৬ জন পুলিং এজেন্ট এবং দশজন অপারেটর দায়িত্ব পালন করছেন। ভোট কেন্দ্রে মোট বুথ রয়েছে ৫৮টি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে পুলিশ, আনসার ভিডিপির সদস্যসহ একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।
চৌগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াই করছেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল (নৌকা), বিএনপি মনোনীত আব্দুল হালিম চঞ্চল (ধানের শীষ), জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কামাল আহমেদ (জগ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শিহাব উদ্দিন (হাত পাখা)।
সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান, আবু আহসান ও সুমন হোসেন, দু’নম্বর শাহিদুল ইসলাম ও বকুল হোসেন, তিন নম্বর ওয়ার্ডে হাচানুর রহমান, সোহেল রানা উজ্জ্বল, জামাত আলী মৃধা, আব্দুল ওয়াদুদ, শান্তি মিয়া ও হারুন অর রশিদ, চার নম্বর ওয়ার্ডে সিদ্দিকুর রহমান ও মোফাজ্জেল হোসেন, পাঁচ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম সাগর ও সাজ্জাদুর রহমান, ছয় নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান, আবুল খায়ের, আনিছুর রহমান, সাদ্দাম হোসেন ও কাত্তিক চন্দ্র দে, সাত নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান, রশিদুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন ও রুহুল আমিন, আট নম্বর ওয়ার্ডে মো. শাহিন, সাইফুল ইসলাম, উজ্জল হোসেন ও আব্দুল মুজিদ এবং নয় নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান, আতিয়ার রহমান, জুয়েল রানা, নাজমুল হুসাইন, গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন।
তিনটি নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক নম্বর ওয়ার্ডে সাবিনা খাতুন, ফাতেমা খাতুন ও তৌহিদা খাতুন, দু’নম্বর ওয়ার্ডে জোসনা খাতুন, জেসমিন আক্তার, মোছা. রুনা, সাইবি বেগম ও আল্পনা মিশ্র এবং তিন নম্বর ওয়ার্ডে জহুরা খাতুন, রাফেজা খানম ও শামছুন নাহার।
চৌগাছায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে

আরো পড়ুন






