Friday, December 5, 2025

কেশবপুরে পৌর নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের মতবিনিময় সভা 

জাকির হোসেন,কেশবপুরঃ কেশবপুরের আগামী ২৮ফেব্রয়ারী পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাসের ধানের শীষ প্রতিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন ব্যক্তির চেয়ে দেশ বড় দেশ থেকে দল বড় তাই আমাদের ধানের শীষের প্রার্থীকে আগামী ২৮ ফেব্রয়ারী জয়ী করে ঘরে ফিরতে হবে। তিনি বলেন আমরা যখন ফিস ফিস করে বলতাম, গল্পের ছলে শুনতাম,সামাজিক যোগাযোগ মাধ্যমে কমান্ড দিয়ে লিখতাম সে কথা গুলো আজ ছবির মাধ্যমে আর-জাজিরায় প্রকাশ হয়। বাংদেশের জনগণ বজে যে বিএনপি ১৪ বছর ধরে যে কথা বলছিল তা আজ সারা বিশ্বের কাছে সত্য বলে প্রমাণিত হয়েছে।
শনিবার ১৩ ফেব্রয়ারী দলীয় কার্যালয়ের চত্বরে  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলার সঞ্চালনায।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, ধানের শীষ প্রতিকের প্রার্থীও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, যশোর জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মিজারুর রহমান খান, কেশবপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাদারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুর উদ্দিন বিশ্বাস,যুগ্ন-সম্পাদক নুরুরজামান চৌধরী,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও পৌর বিএনপির নেতা শেখ শহিদ, ৪ নম্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক কে এম খলিলুর রহমান, ৬ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্ঠার শফিকুল ইসলাম, ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা বাবু, ৬ ওয়ার্ড বিএনপির সভাপতি জাকাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু প্রমূখ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর