Friday, December 5, 2025

কেশবপুরে কেন্দ্রীয় যুবলীগের পথসভা অনুষ্ঠিত

জাকির হোসেন,কেশবপুরঃ আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী রফিকুল ইসলাম মোড়লকে বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ পথসভা করেছেন। 
শনিবার ১৩ ফেব্রয়ারি বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গনে এ সভায় উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃনাল কান্তি দাস, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শেখ নবীরুজ্জামান বাবু, সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু। সভায় উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নৌকা মার্কা বিজয়ের লক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর