জাকির হোসেন,কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন (৩) নামে এক শিশু পুত্রের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ১৩ ফেব্রয়ারি সকালে উপজেলার পাঁচবাঁকাবর্শি গ্রামে জসিম উদ্দীনের পুত্র সকালে ঘুম থেকে উঠে ফাহিম প্রতিদিনের ন্যায় বাচ্চাদের সাথে খেলা করতে বের হয়। এসময় বাড়ীর পাশ্ববর্তি মসজিদের সামনের পুকুরে অসাবধানতাবসত পড়ে গেলে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। ফাহিমকে পুকুরে ভাসতে দেখে তার পরিবারকে সংবাদ দিলে তাকে দ্রুত কেশবপুর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।







