Friday, December 5, 2025

ভারতে পালানোর সময় সেই ট্রাকচালক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক রনি গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া কালীগঞ্জ টার্মিনাল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেফতার রনি যশোরের শার্শা উপজেলার সনাতনকাটি গ্রামের মশিয়ার রহমান গাজীর ছেলে।বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালান তারা। সেখান থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় রনি গাজীকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, শুক্রবার বাস ও ট্রাকের অজ্ঞাত চালকদের বিরুদ্ধে মামলা করেন যশোর সদরের শেখহাটি গ্রামের আমিনুর রহমান। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী গড়াইয়ের জেকে পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন এবং পরে আরো তিনজন মারা যান। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক ছিলেন।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর