‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে নারাঙ্গালী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু টেষ্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
শুক্রবার (১২ ফেব্রয়ারি) বিকাল ৫ টার সময় ম্যাচ শেষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ফাইনালে বিজয়ী দলের এবং রানার আপ দলের পুরষ্কার বিতরণ করেন দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আসন্ন দেয়াড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ লিয়াকত আলী।এ সময় আরো উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোফাজ্জেল হোসেন মোফা, ছাত্রলীগ নেতা ইমামুল,আরিফ, মিকাইল মিরাজ , সাজ্জাদসহ ,দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।এছাড়া এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাতদিন সংবাদ







