Friday, December 5, 2025

খুলনায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ শুরু

খুলনা প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী ডিজিটাল পদ্ধতিতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সমন্বয়ে খুলনা জেলা প্রশাসন বাস্তবায়িত এ ম্যারাথনে অংশ নিচ্ছে প্রায় ছয় হাজার মানুষ।
শুক্রবার খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে এ ম্যারাথনের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।এ সময় খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।পাঁচ কিলোমিটার দূরত্বের এ ম্যারাথন সকাল ৯টায় শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। ১৩, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরে এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর