কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর পৌরসভা নির্বাচনে দু’পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে নয়জন ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে দু’জন রয়েছেন। বৃহ¯পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা ওই মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বর্তমানে তিন পদে নির্বাচনের মাঠে আছেন ৫৪ জন প্রার্থী।
যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন কাউন্সিলর প্রার্থী আবু শাহীন, তরিকুল ইসলাম, সৈয়দ আকমল, রাজ্জাক, ইকরামুল হোসেন, রুহুল কুদ্দুস, শাহরিয়ার রায়হান, ইকরামুছ সালাম খান, মদন সাহা অপু, মমতাজ ও মুক্তি।
উপজেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভা নির্বাচনে তিন পদে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে মেয়র পদে তিনজন, ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ জন পুরুষ ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৩ জন নারী প্রার্থী রয়েছেন।
কেশবপুরে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আরো পড়ুন






