আবারো শোকের ছায়া ঘনালো বলিউডে। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুর। রণধীর কাপুর ও প্রয়াত ঋষি কাপুরের ভাই হলেন রাজীব কাপুর। সম্পর্কে কারিনা ও রণবীর কাপুরের কাকা। মঙ্গলবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
রাজীব কাপুরের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ কারিনা কাপুর, রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুররা। সাদা পোশাকে বিধ্বস্ত চেহারায় পাপারাৎজির ক্যামেরাবন্দি হন বেবো। যেকোনো দিন দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন সাইফ ঘরণী। এমন সময় পরিবারে শোক সংবাদে রীতিমতো ভেঙে পড়েছেন তিনি। উল্লেখ্য, গত বছরেই প্রয়াত হয়েছেন ঋষি কাপুর।কাকার মৃত্যুতে শোকজ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানি। রাজীব কাপুরের একটি ছবি পোস্ট করে তিনি তার আত্মার শান্তি কামনা করেছেন। শোকপ্রকাশ করে কমেন্ট করেছেন সোনি রাজদান, সোফি চৌধুরী, নম্রতা শিরোদকররা। শোকজ্ঞাপন করেছেন নীতু কাপুরও
মঙ্গলবার হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজীব কাপুরের। কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের শেষ পরিচালিত ছবি ‘রাম তেরি গঙ্গা মাইলি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ‘এক জান হ্যায় হাম’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন রাজীব কাপুর। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।এক বছরও হয়নি প্রয়াত হয়েছেন ঋষি কাপুর। গত বছর ৩০ এপ্রিল প্রয়াত হন তিনি। ২০১৮ সাল থেকে লিউকিমিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। এক বছর কাটতে না কাটতেই ফের শোকের আবহ কাপুর পরিবারে।
অনলাইন ডেস্ক







