Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় মরহুম ব্যাবসায়ীদের স্মরণে দোয়া অনুষ্ঠান

আজমখাঁন বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আলাদিপুর বাজারে বার্ষিক আয়-ব্যয় পর্যালোচনা ও মরহুম ব্যাবসায়ীদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল চারটায় স্থানীয় মোহসিন মাষ্টারের চাতালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি বিএম মিজানুর রহমান।আলাদিপুর বাজার ব্যাবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) শাহীনুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাজারে মাদক ও জুয়ার আসর নির্মুলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। এ ছাড়াও তিনি বাজারের নিরাপত্তারক্ষীদের বেতন বৃদ্ধির জন্য নির্বাহী কমিটির সু-দৃষ্টি কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে ইকবাল কবির বাজারে নিরাপত্তার জন্য সৌর চালিত রোড লাইটের উপর জোর দেন।

এজন্য তিনি উপজেলা চেয়াম্যান মহোদয়ের নিকট জোর সুপারিশ করবেন বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন। বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন, কমিটির সাধারণ সম্পাদক আলমগীর সরদার, সহ-সভাপতি শরিফুল ইসলাম, মোর্শেদ বিশ্বাস, ইউপি সদস্য জাহিদ সরদার, কমিটির সাবেক সভাপতি সাহেব আলী মোল্লা, ইউপি সদস্য জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোল্লা। এ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বাজার কমিটি নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার প্রভাষক পঙ্কজ বিশ্বাস, ভিটাবল্লা ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই অশরাফুল ইসলাম, এএসআই সোহেল প্রমুখ।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর