Friday, December 5, 2025

বাড়ির কাজ নিয়ে বাবার বকাঝকা, অভিমানে ফাঁস দিলো স্কুলছাত্র

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে বাবার সঙ্গে অভিমান করে জাকারিয়া নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার বড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জাকারিয়া বড়রিয়া গ্রামের গিয়াস ফকিরের ছেলে। সে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির একটি কাজের বিষয়ে তার বাবার সঙ্গে জাকারিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকারিয়ার ওপর উত্তেজিত হয়ে গালমন্দ করেন তার বাবা। বাবার গালমন্দ সহ্য করতে না পেরে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, জাকারিয়া আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর