জাকির হোসেন, কেশবপুর,প্রতিনিধি: কেশবপুরের শহীদ ফ্লাইট মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের পক্ষ থেকে সংসদ সদস্য শাহীন চাকলাদার এমপিকে সংবর্ধনা ও কৃষি ডিপ্লোমার শিক্ষাক্রম শাখার ১৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৭ ফেব্রয়ারি বিকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনে নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, কলেজের গভর্নিং বডির সদস্য এবং অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ।এর আগে এমপি শাহীন চাকলাদার শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ভবন ও প্রশাসনিক চারতলা ভবন উর্দ্ধমুখী সম্প্রসারণের শুভ উদ্বোধন করেন।







