বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি : যশোরের রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম টিকা গ্রহণ করে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন। এর আগে গত বৃহস্পতিবার বাঘারপাড়ায় সাড়ে তিন হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছায়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কৌশিক আশরাফ জানান, রোববার সকাল পর্যন্ত মোট একশ’ ৭৭ নারী-পুরুষ করোনার টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেন।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রথম পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চারজন চিকিৎসকসহ হাসপাতালের ৩০ জন স্টাফকে টিকা প্রয়োগ করা হয়। এর মধ্যে আটজন নারী ও ২২ জন পুরুষ রয়েছেন। নারীদের জন্য আলাদা বুথ করা হয়েছে।
টিকা গ্রহণের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. শরিফুল ইসলাম বলেন, ‘টিকা গ্রহণে ভয়ের কোনো কারণ নেই। শারীরিক কয়েকটি সমস্যা ছাড়া যে কেউ টিকা গ্রহণ করতে পারে’।
তিনি বলেন, ভ্যাকসিন প্রদানের জন্য উপজেলায় তিনটি ও প্রতিটি ইউনিয়নে একটি করে টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে অভিজ্ঞ দু’জন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবক রয়েছেন। এছাড়া ভ্যাকসিন গ্রহণের পর তাৎক্ষণিক কারও কোনো সমস্যা হলে সমাধানের জন্য চার সদস্য বিশিষ্ট অ্যাডভান্স ইভেন্টস ফলোইং ইমুউনাইজেশন ম্যানেজমেন্ট (এইএফআই) টিম গঠন করা হয়েছে।
এদিকে, টিকা গ্রহণের পর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আহসানুল কবির টোটন জানান, ‘টিকা দেয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই। চাইলে আপনিও দিতে পারেন, অন্যকেও টিকা নিতে উৎসাহ দিতে পারেন’।
একই ধরনের অনুভূতি ব্যক্ত করেন, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার ফরহাদ আমীন, বাকি বিল্লাহ, খায়রুল হাসান হীরাসহ টিকা গ্রহণকারী অনেকেই।
বাঘারপাড়ায় টিকা নিলেন টিএইচএসহ ৩০জন স্বাস্থ্যকর্মী

আরো পড়ুন






