Friday, December 5, 2025

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচলেন শোয়েব মালিক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শেষে শনিবার রাতে বাড়িতে ফিরছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। এতে অল্পের জন্য বেঁচে গেছেন এ অলরাউন্ডার।

জানা গেছে, পাকিস্তানের একটি পাঁচ তারকা হোটেলে পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানে পেশোয়ার জালমির পক্ষে উপস্থিত ছিলেন শোয়েব। ড্রাফট শেষ করে বাড়ি ফেরার পথে ন্যাশনাল হাই-পারফরম্যান্স সেন্টারের পাশে গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি।

পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে শোয়েবের গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির অর্ধেকের বেশি দুমড়েমুচড়ে যায়। তবে শোয়েব মালিক অক্ষত আছেন বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর