Friday, December 5, 2025

চৌগাছায় শিশুকে যৌন হয়রানির অভিযোগ

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় কোয়েলপাখির ডিম দেওয়ার কথা বলে সাড়ে চার বছর বয়সী এক মেয়েশিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
ঘটনাটি শুক্রবার বিকেলে চৌগাছা উপজেলার কাকবিলা গ্রামে ঘটে।
ওই শিশু যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই শিশুর মা অভিযোগ করেন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে তার সাড়ে চার বছর বয়সী মেয়ে খেলা করছিল। ওইসময় প্রতিবেশী মো. ইউনুচের ছেলে রাহান (১৪) মেয়েকে কোয়েলপাখির ডিম দেওয়ার কথা বলে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। তখন তাদের বাড়িতে কেউ ছিল না। ঘরের ভেতরে নিয়ে তার পরনের প্যান্ট খুলে যৌন হয়রানি করে। একপর্যায়ে মেয়ের চিৎকার শুনে তাকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে কালো চিহ্ন দেখা গেছে। রাহান তাকে যৌন হয়রানি করেছে বলে জানিয়েছে। পরে রাত ১১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার আরিফ আহম্মেদ বলেন, মেয়েশিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। তার শরীর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না তা রিপোর্ট আসার পরে জানা যাবে।
জানতে চাইলে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘এমন একটা অভিযোগ আমাদের কানে এসেছে। বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। এই মুহূর্তে নির্দিষ্ট কিছু বলতে পারছি না। আমাদের একটু সময় দিতে হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর