Saturday, December 6, 2025

বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার অপরাধে আবু তাহের বহিস্কার

যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিককে ফের বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।গত ৪ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবু তাহের সিদ্দিক। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে আরও চারবার বিএনপি থেকে বহিষ্কার করা হয় আবু তাহের সিদ্দিককে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর