যশোর রেল স্টেশন এলাকার দুই নম্বর গেটের সামনেই মুল রাস্তার পাশেই রুপসা হোটেল। সেখানে দিনরাত নানা ধরণের খাবার তৈরী হচ্ছে। কিন্তু সে খাবারগুলো ঢেকে রাখা হচ্ছে না। প্রতিনিয়ত রাস্তার ধুলোবালি ওইসব খাবারে পড়ছে। শুধু পুরি কিংবা সিংগারাই নয়, খাবারের বিভিন্ন ধরণের রান্না তরকারীগুলোও রাখা হচ্ছে মেইন রাস্তার পাশে। এছাড়াও রাস্তার একটি অংশ দখল করে রাখার উপর পসরা সাজানো হয়েছে হরেক রকম খাবারের। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত গাড়ি চলাচল করায় বেশির ভাগ সময় থাকে ধুলাচ্ছন্ন । এখানে অস্বাস্থ্যকর পরিবেশেই খাবার রাখা হচ্ছে এবং তা বিক্রিও হচ্ছে দেধারছে। বুধবার(৩-২-২১) দুপুর তিনটার সময় ছবিটি তোলা।
(ক্যাপশন রিপোর্ট)








