Friday, December 5, 2025

কেশবপুর প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি এইচ এম আমীর হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলাউদ্দিন আলা এবং সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, আজিজুর রহমান ও শ্যামল সরকারকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। আলোচনা সভা ও কেক কাটা শেষে সন্ধ্যায় মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করার পর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে কেশবপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর