ঝিনাইদহ মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মঙ্গলবার রাতে অবৈধভাবে পারাপারের সময় দালালসহ আটজনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শ্যামকুড় বিওপির টহল দল সেজিয়া মাঠের ভিতর থেকে দু’শিশু, দু’নারী ও তাদেরকে পারাপারে সহায়কারী এক দালালকে আটক করে।
অন্যদিকে, খোসালপুর বিওপির টহল দল চটকাতলা মাঠের ভিতর থেকে এক নারী ও দু’জন পুরুষকে আটক করে।
আটকৃরা জানান, তাদের বাড়ি যশোর, নড়াইল, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় পৃথক মামলা হয়েছে। বুধবার সকালে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় আটক ৮

আরো পড়ুন






