Friday, December 5, 2025

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় শালা-দুলাভাই নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপ চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহত রাশেদ হোসেন ও ইয়ামিন ইসলাম তারা সম্পর্কে শালা দুলাভাই।

বুধবার সকালে উপজেলার ১২ মাইল এলাকার সাহারা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।ভেড়ামারা থানার ওসি শাহজালাল এসব তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন রাশেদ হোসেন ও ইয়ামিন ইসলাম। রাশেদ হোসেন যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউপির পাচবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পিকআপের চালক। তার দুটি মেয়ে সন্তান রয়েছে।নিহত ইয়ামিন ইসলাম একই উপজেলার নওয়াপাড়া ইউপির আড়পাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি পিকআপের হেলপার হিসেবে কাজ করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাশেদ ও ইয়ামিন পিকআপে করে ট্রাক্টর নিয়ে যশোর থেকে জামালপুরে যাচ্ছিল। যাওয়ার পথে ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকার সাহারা স্টেশনের সামনে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে, গাড়ির ভেতর ঘুমাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দেয়। ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা পিকআপ চালক ও হেলপারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ভেড়ামারা থানার ওসি শাহজালাল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ড্রাইভার পালিয়েছে। উদ্ধার করা ট্রাকটি সড়ক ও জনপদ বিভাগের পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর